বাউফলে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

news paper

বাউফল প্রতিনিধি

প্রকাশিত: ১৪-১-২০২৩ বিকাল ৫:১৮

36Views

পটুয়াখালীর বাউফলে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন চত্বরে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।
বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহ জাহান সিরাজের সভাপতিত্বে  ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক কালাইয়া ইউপির চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক বদিউল আলম বদি। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগ উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, ড. অ্যাড. শামিম আল সাইফুল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জহির সরদার, পটুয়াখালী জেলা যুবলীগ সভাপতি অ্যাড. সৈয়দ শহিদুল ইসলাম, জেলা যুবলীগ সাধারন সম্পাদক অ্যাড. সৈয়দ মোঃ সোহেল প্রমুখ ।
বক্তরা বলেন, বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষিত, ত্যাগী ও জনগনের কাছে গ্রহনযোগ্য দেখে গঠন করা হবে। কোন বিনিময়ের মাধ্যমে কমিটি গঠন করা হবে না। যাদের নিয়ে কমিটি গঠন করা হবে তাদের নেতৃত্বে বাউফলে আওয়ামী যুবলীগের সংগঠনকে সুসংগঠিত করতে হবে।

আরও পড়ুন