দুর্গাপুরে হাজংদের দেউলি উৎসব শুরু

news paper

আল নোমান শান্ত, দুর্গাপুর

প্রকাশিত: ১৩-১-২০২৩ বিকাল ৭:৮

40Views

আমার সংস্কৃতি আমার অহংকার, এই প্রতিপাদ্যে হাজং সম্প্রদায়ের অংশগ্রহণে নেত্রকোণার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরিতে শুরু হয়েছে দু‘দিন ব্যপি দেউলী উৎসব। 

শুক্রবার বিকেলে এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর। নেত্রকোনা জেলা প্রশাসক ও অত্র একাডেমি‘র সভাপতি অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্নসচিব সুব্রত ভৌমিক, স্বাগত বক্তব্য রাখেন অত্র একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, প্রখ্যাত গীতিকার হাসান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, 
জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, লেখক ও গবেষক শরদিন্দু সরকার, চলচিত্র নিমার্তা হাসিবুর রহমান কল্লোল, সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, হাজং জনগোষ্ঠীর নেতা বিপুল হাজং, পল্টন হাজং প্রমুখ।


আরও পড়ুন