ধামইরহাটে বন বিভাগের জায়গায় অবৈধ বসতি উচ্ছেদ
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ১:৫২
নওগাঁর ধামইরহাটে বন বিভাগের জায়গায় নির্মিত অবৈধ বসতি উচ্ছেদ করেছেন বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান। বনবিট কর্মকর্তা তার অফিসে সহকর্মীদের সহায়তায় শুক্রবার (২৮ মে) বিকেলে ওই বসতি ভেঙে গুঁড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ মে বৃহস্পতিবার রাতে রূপনারায়নণপুর মৌজার পূর্ব রূপনারায়ণপুর (পাগলা দেওয়ান মাদ্রাসার নিকটবর্তী) বন বিভাগের কৃষি বাগানে উত্তর জাহানপুর গ্রামের মৃত কিনুমদ্দিনের মেম্বারের ছেলে শাহিনুর, মৃত শাহাদত আলীর ছেলে মাসুদ, জয়পুরহাট সদর উপজেলার চকবরকত গ্রামের গনি মদ্দিনের ছেলে হাসুউল্লাহসহ আরো অজ্ঞাত ১০-১২ জন সন্ত্রাসী কায়দায় রাতের আঁধারে টিন-বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে জবরদখলের চেষ্টা করে। খবর পেয়ে ধামইরহাট বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান তার অফিসে সহকর্মীদের সহায়তায় শুক্রবার বিকেলে ঘর ভেঙে গুঁড়িয়ে দেন।
এ বিষয়ে পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জামান লিটন বলেন, বন বিভাগের জমি দখলকারীদের আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।