প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা

news paper

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯-১২-২০২২ বিকাল ৫:১৫

565Views

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সেহালা জগদিশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জগদীশ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ৩ মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজু আহম্মেদ।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির  প্রাক্তন সভাপতি আব্দুল মমিন, স্কুলের শিক্ষক মোঃ বরজাহান,ডায়মন্ড ভিউ স্কুলের প্রধান শিক্ষক ও অত্র স্কুলের প্রাক্তন ছাত্র মাইনুল ইসলাম, বিদায়ী মানপত্র পাঠ করেন জেলা ছাত্রলীগের সদস্য ও অত্র স্কুলের ছাত্র সাগর ও সিহাব।

অবসর জনিত বিদায়ী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম তাঁর অতিত জীবনের বক্তব্য দিতে গিয়ে ভেঙ্গে পড়েন এবং সকল সহকর্মীর কাছে সুস্থতার জন্য দোয়া চান তিনি। পরে বিদায়ী শিক্ষকের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।


আরও পড়ুন