পুরানা পল্টন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে (জিএস) নির্বাচিত হলেন, এস এম রাজু
প্রকাশিত: ১০-১২-২০২২ রাত ১১:৪৯
ঢাকার পুরানা পল্টন কলেজে'র কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান ( পদাধিকার বলে) সহ-সভাপতি (ভি পি) সালমান আহম্মেদ সারেং। সাধারণ সম্পাদক (জি এস) এস এম রাজু শেখ।
উক্ত নির্বাচনে রিটানিং কর্মকর্তা ছিলেন, বীরেন চন্দ্র সেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সাধারণ সম্পাদক (জি এস)ঃ এস এম রাজু শেখ, সহ সাধারণ সম্পাদকঃসামির খান, সাংগঠনিক সম্পাদকঃআল আমিন, মিলনায়তন সম্পাদকঃ শেখ সুজন, ছাত্রী বিষয়ক সম্পাদকঃ সুমাইয়া আক্তার, অর্থ সম্পাদকঃ তাসফিয়া আক্তার লাবণ্য, কার্যনির্বাহী সদস্যঃ সজীব মল্লিক, নুসরাত জাহান মৌ, রিয়া আক্তার নির্বাচিত হন