শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানে খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না

news paper

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১:১১

61Views

শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানে খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না।আর কি কারনে পঞ্চাশ টি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী ও পাস করতে পারল না খতিয়ে দেখে ভালো ফলাফলের ব্যবস্থা নেওয়া হবে ।

সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না। বরং এক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে।

আজ  সকাল সাড়ে ১০টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন বিজয়ের মাসে দেশে অরাজকতা করতে চাইলে মানুষ তা প্রতিহত করবে। এটা মানুষ হতে দিবে না।


আরও পড়ুন