পাঁচবিবিতে সংবাদপত্রের হকারের ৪ গরু চুরি

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ১২:২

105Views

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামে গত শনিবার রাতে একই ব্যক্তির ৪টি কোরবানিযোগ্য গরু চুরি হয়েছে।

জানা যায়, সংবাদপত্রের হকার পাটাবুকা গ্রামের মো. নয়ন কোরবানির সময় বিক্রি করার জন্য ৪টি গরু লালন-পালন করেন। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতে তার গরুগুলো গোয়ালঘরে তুলে তিনি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে শয়নঘরের দরজা খুলতে গেলে দেখেন ঘরের শিকল তুলে দেয়া আছে। তখন নয়ন চিৎকার দিতে থাকলে প্রতিবেশীরা এসে তাদের বাড়ির সকল ঘরের শিকল খুলে দেয়। পরে তিনি দেখেন গোয়ালঘরে থাকা গরুগুলো নেই। চোরেরা নয়নের সবকটি ঘরে শিকল তুলে মেইন ফটকের তালা ভেঙে  ৩ লক্ষাধিক টাকা মূল্যের ৪টি গরু নিয়ে গেছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।


আরও পড়ুন