কুতুবদিয়ায় পানি ডুবির ঘটনা ও ডায়রিয়া রোগী বেড়েছে

news paper

নজরুল ইসলাম, কুতুবদিয়া

প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:১০

92Views

 কক্সবাজারের কুতুবদিয়ায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত পানিতে ডুবে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের সচেতনতার অভাবে কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মহামারি আকার ধারণ করছে। অভিভাবকরা সচেতন হলে এ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম। 
 
তিনি বলেছেন, কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ১১ মাসে মারা গেছে ৫১ জন শিশু। এই মৃত্যু প্রতিরোধযোগ্য। তার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত শিশুদের নজরে রাখতে হবে। কারণ এসময়ের মধ্যে বেশির ভাগ শিশু পানিতে পরার রেকর্ড রয়েছে। এ মৃত্যু প্রতিরোধে বাড়ির পাশে থাকা পুকুর, ডুবা ও নালা ইত্যাদির চাপাশে সবুজ বেষ্টনী তৈরি করে দিতে হবে। এলাকার মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।
 
এছাড়া চলতি মৌসুমে কুতুবদিয়ায় ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে বলেও জানান তিনি। শিশুদের ডায়রিয়া থেকে বাঁচাতে  বিশুদ্ধ পানি পান করানো সহ অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা। 

আরও পড়ুন