ঢাকা মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ফাতিমা সানা শেখের বিয়ে নিয়ে জল্পনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ১১:৪১

এবার বিয়ের জল্পনা উসকে দিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন এই তারকা। সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনেই তিনি এই জল্পনার ইঙ্গিত দিয়েছেন। 

ফাতিমা ইন্সটা ক্যাপশনে লিখেছেন, ‘নট বাধব না বাধব না, সেটাই আসল প্রশ্ন!’ তবে এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার কথা তাই এখন প্রশ্ন।

ফাতিমা সানা শেখের এমন পোস্টের পরই শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করতে পারেন তিনি। যদিও তিনি এখনও তার কাছের মানুষদের সাথে এ নিয়ে কোনো আলোচনা করেননি।

ফাতিমার এই পোস্টে মন্তব্য করেছেন আমির কন্যা ইরা। চোখে হার্ট চিহ্নের একটি ইমোজি আইকন পোস্ট করেছেন। যেখানে আমির খান ও ফাতিমা সানা শেখকে জড়িয়েও মন্তব্য এসেছে।

একজন লিখেছেন, ‘নতুন মা-র সঙ্গে ভাব জমাচ্ছ নাকি তুমি?’ আরেকজন লিখলেন, ‘নিজের এনগেজমেন্টের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্ন করলেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’ সূত্র : হিন্দুস্তান টাইমস।

প্রীতি / প্রীতি