মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

news paper

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ১:৯

13Views

মিরসরাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ফাতেমা সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের মৃত লাতু মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস সকালে এ  দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পাটি বিক্রি করার উদ্দেশ্য  ফাতেমা মিঠাচরা বাজারের যাওয়ার  পথে এ ঘটনা ঘটে।  রাস্তার পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে ওয়ারলেস এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস এলাকায় একটি ট্রাক উল্টে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন