লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

news paper

ইসমাইল হোসেন, লামা

প্রকাশিত: ২৪-১১-২০২২ দুপুর ১২:৩

72Views

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।(২৩ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় আজিজনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ-জসিম উদ্দিন, সঞ্চালনাই ছিলেন বাবু প্রদীপ কান্তি দাশ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হকবাহাদুর।
 
বিশেষ অতিথি হিসেবে  লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, প্রশান্ত ভূট্টাচার্য, জসিম উদ্দিন কোম্পানি চেয়ারম্যান আজিজনগর ইউনিয়ন পরিষদ ও সভাপতি আওয়ামী লীগ আজিজনগর শাখা, বান্দরবান জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মার্মা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক, মোঃ জাহাঙ্গীর আলম, আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুক্তার আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন রানা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাবু অজাহা ত্রিপুরা। উক্ত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়  মোঃ ওসমান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক- মনসুর আলম, সাংগঠনিক সম্পাদক- দীপ চান ধর। প্রধান অতিথি  বলেন- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ বাঙ্গালী জাতিকে উপহার দেওয়ার। আর তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন ছিল পদ্মা পাড়ের মানুষের দুঃখ লাগবে স্বপ্নের পদ্মা সেতু তৈরী করা আর তা বাস্তবেও প্রমাণ করে দেখালেন। দেশে উন্নয়ন হয়েছে সর্বক্ষেত্রে। তিনি আরো বলেন- বান্দরবানের রুপকার সম্প্রীতির কারিগর বাবু বীর বাহাদুর এমপি এর হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে বান্দরবান তথা  আজিজনগর দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

আরও পড়ুন