জগন্নাথপুরে রানীগঞ্জ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রকাশিত: ৭-১১-২০২২ বিকাল ৫:১৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুশিয়ারা নদীর উপর নির্মিত সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতুর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে সুনামগঞ্জ জেলায় ১৭ টি সেতু সহ সারাদেশে একসাথে ছোট বড় মোট ১০০ টি সেতুর উদ্বোধন করেন তিনি।
আজ ৭ নভেম্বর সকাল ১০ টা ৩০ মিনিটে রাণীগঞ্জ বাজারের উত্তরের মাঠে আয়োজিত বিশাল সভায় গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থেকে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাণীগঞ্জ সেতুটি উদ্বোধন হওয়ায় সুনামগঞ্জ থেকে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমবে ৫৮ কিলোমিটার, সময় বাঁঁচবে প্রায় আড়াই ঘন্টা। সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নানের একান্ত প্রচেষ্টায় দীর্ঘতম রানীগঞ্জ সেতুর কাজ শুরু হয় ২০১৬ সালের ডিসেম্বরে। এর আগে ২০১৪ সালের ২৪ জুন মাসে একনেকে এই সেতুটি নির্মাণের প্রস্তাব পাস হয়। সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতু উন্মুক্ত হওয়ায় সুনামগঞ্জ- জগন্নাথপুর- রানীগঞ্জ- আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে করে জগন্নাথপুর ও সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার সাথে রাজধানী ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় ৬০ কিলোমিটার। এর ফলে ধানের দেশ, মাছের দেশ ও প্রাকৃতিক সম্পদে ভরপুর সুনামগঞ্জ জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে নবদীগন্তের সূচনা হবে। সেতুটি একনজর দেখার জন্য প্রতিদিন বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। উদ্বোধনের পরপরই সেতুটিকে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সেতুটি রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে যোগাযোগের এক শক্তিশালী বন্ধন তৈরি করবে এমনটাই প্রত্যাশা করছেন সুনামগঞ্জবাসী।