মাগুরার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশং সদস্য মো. ইলিয়াচুর রহমান
প্রকাশিত: ৩০-১০-২০২২ দুপুর ১১:৫১
মাগুরা কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ মাগুরা জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসাবে মনোনীত হয়েছেন শালিখা উপজেলা পুলিশিং কমিটির সম্পাদক ও শালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইলিয়াচুর রহমান।
শনিবার (২৯ অক্টোবর) মাগুরা জেলা পুলিশ লাইনস চত্বরে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে তার হাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক প্রেরিত সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা (পিপিএম, বার)।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছের বাবলুসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ।