আজ ডলফিন দিবস

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১১:৫৬

92Views

আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস আজ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। মিঠা পানির ডলফিন সংরক্ষণে সচেতনতা বাড়াতে ২০০৯ সালের ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় বিশ্বব্যাপী মিঠা পানির ডলফিন দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে বাংলাদেশে প্রতিবছর দিনটি পালিত হচ্ছে।

বাংলাদেশে মোট ১১ প্রজাতির ডলফিন আছে। মিঠা পানিতে এক প্রজাতির ডলফিন বাস করে, যাকে শুশুক বলা হয়। নোনা ও মিঠা পানির মিলনস্থলে পাওয়া যায় ইরাবতী ডলফিন। যেখানে নোনা পানি বেশি, সেখানে আরও ৯ প্রজাতির ডলফিন পাওয়া যায়। বর্তমানে ডলফিন হুমকির মুখে।


আরও পড়ুন