শালিখায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯-১০-২০২২ রাত ৯:১
মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আজ ১৯ অক্টোবর বুধবার বিকালে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গঙ্গার ঘাটে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই মতবিনিময় সভায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান উপলক্ষে অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে নারী, পুরুষ, কিশোর কিশোরী সহ অর্ধ শতাধিক লোক অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম ও সাংবাদিক দীপক চক্রবর্তী ।