যাত্রা 

news paper

মোকছেদুল ইসলাম, পাটগ্রাম

প্রকাশিত: ১০-১০-২০২২ বিকাল ৬:৫

16Views

যাত্রা 
 নাজিরা পারভীন

চলছে ছুটে রেলগাড়ি। 
বগুড়া ছেড়ে আদিতমারী 
যাচ্ছি ছেড়ে বাপের বাড়ি 
মনটা তাই ভীষণ ভারী।

ছোট্ট বোনের আদর মাখা
ভালবাসায় আগলে রাখা
একবালিশে মাথা রেখে
গল্প করে শুইয়ে থাকা।

অসুস্থ মা'র করুণ আঁখি
যায়না ভোলা ভাবতে থাকি
মায়ের কাছে আসবো আবার
সামনে সময় অনেক বাকি।

মায়ার বাঁধন যায়না ছেঁড়া 
কষ্ট নিয়ে ঘরে ফেরা
বোনের আদর মায়ের দোয়া
সারাটাক্ষণ থাকুক ঘেরা।

শহর গঞ্জ গ্রাম পেরিয়ে 
সবুজ রাঙা মাঠ এড়িয়ে
চলছে ছুটে হিস্ হিসিয়ে
নানা রঙের যাত্রী নিয়ে।

জীবন যেন ছুটে চলা
বগুড়া থেকে সোনাতলা
এমনি পরের স্টেশনে
থেমে গিয়ে আবার চলা।

জীবনের এ  যাত্রাপথে
কেউবা হেঁটে কেউবা রথে
ছুটছি আমি আমার জীবন 
হঠাৎ করেই থামবে পথে।


আরও পড়ুন