বিরামপুরে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১১

news paper

জাকিরুল ইসলাম, বিরামপুর

প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৪:১৪

21Views

দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার অপরাধে ১১ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হাবিবপুর বাজারের সাইফুল ইসলামের ছেলে সিহাব, কোচগ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম, মৃত হাকিম মণ্ডলের ছেলে মসফিকুর, আনিছুর রহমান রহমানের ছেলে মোর্শেদুল, আ. রবের ছেলে সাহেব ওরফে বুধা, আকবর হোসেনের ছেলে মামুনুর রশিদ, মজিবর রহমানের ছেলে রাশেদুল, মোকলেছুর রহমানের ছেলে মশারব, সামছুল ইসলামের ছেলে মাসুদ রানা, আবুল কালামের ছেলে মামুন এবং একই গ্রামের ওবাইদুর রহমানের ছেলে এম এ মাহমুদ।
 
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের শাখা যমুনা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজের পশ্চিম পাশে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে একজন এবং দিওড় ইউনিয়নের কোচগ্রামে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
 
তিনি বলেন, তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পৃথক দুটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১১ জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, আটককৃত ১১ জনকে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সামাজিক মূল্যবোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন