মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন অনুভব

news paper

আরাফাত হাসান, মাদারীপুর

প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:২৩

46Views

মাদারীপুরে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।
মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু, অত্র সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক শ্রী অতুল চন্দ্র মন্ডল, পরিচালক এ্যাড. মিন্ট কুমার মন্ডল, শ্রী গৌরাঙ্গ লাল মন্ডল, কৃতি শিক্ষার্থী, সদস্যসহ অন্যরা।
সংগঠনের সম্পাদক বিশ^জিৎ বৈদ্য নাদিম এর পরিচালনায় অনুষ্ঠানে জেলার ৫টি উপজেলার এস.এস.সি, এইচ.এস.সি বিভিন্ন ক্যাটেগরীতে ৮০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদ ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়। এসময় নবগঠিত আঞ্চলিক কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতে সংগঠনের মঙ্গল কামনায় প্রদীপ জালিয়ে নৃত্য পরিবেশন করা হয়।


আরও পড়ুন