টাঙ্গাইলে সেভ দ্যা চিলড্রেন এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ৪:১
টাঙ্গাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় সেভ দ্যা চিলড্রেন এর একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতি সংলগ্ন সৌখিন মৎস্য শিকারি সমিতি প্রাঙ্গনে বেলা ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি গ্লোবাল ফান্ড প্রোজেক্ট লাইট হাউস টাঙ্গাইলের ইনচার্জ মো. শাহিনুল ইসলাম (শাহিন), বাসা ইন্টর ন্যাশনাল টাঙ্গাইলের কর্মকর্তা হেনা বৈদ্য, টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট জান্নাতুল ফেরদোসী, শিক্ষানবিশ আইনজীবী প্রণব, এরশাদ আলী, মরিয়ম, মানবাধিকার কর্মী মোঃ আব্দুস সালাম'সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা সঞ্চালনা করেন সেভ দ্যা চিলড্রেন ও নারী মুক্তি সংঘ টাঙ্গাইলের ম্যানেজার মোঃ রিবাদ কিরন আকন্দ। অনুষ্ঠানের শুরুতেই তিনি সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে তথ্য উপাত্ত উপস্থাপন করেন।