চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত দুই জন আহত

news paper

চৌহালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩-৯-২০২২ দুপুর ১১:৪৭

47Views

সিরাজগঞ্জের চৌহালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আয়েন উদ্দিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মটরসাইকেল চালক মানিক (২৩) ও আরোহী ইমরান (২২) গুরুতর আহত হয়েছে। নিহত আয়েন উদ্দিন খাষপুখুরিয়া ইউনিয়নের উত্তর খাষপুখুরিয়া গ্রামের মৃত জিয়াতুল মোল্লার ছেলে। খাষপুখুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন আলম মুরাদ সহ স্থানীয় জনসাধারণ  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কোদালিয়া বাজার সংলগ্ন ব্রিজে এদুর্ঘটনা ঘটে, নিহত আয়েন উদ্দিন মন্ডল খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে নাগরপুর থেকে চৌহালী অভিমুখী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে আয়েন উদ্দিনকে গুরুত্বর আহত অবস্থায় নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। আহত চালক সহ আরোহীর  অবস্থা আশঙ্কা জনক।
 
চৌহালী থানার ওসি হারুন অর রশিদ জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটর সাইকেল চালক মানিক ও আরোহী ইমরান আহত হয়েছে। তদেরকে টাংগাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।একই দিনে পৃথকভাবে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন