ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

news paper

ফটিকছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩-৯-২০২২ দুপুর ১:২৬

28Views

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় হেদায়েতুল্লাহ (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা সদরের বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট (আন্ডা মার্কেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে।
 
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি বিবিরহাটগামী চট্টগ্রাম-থ ১৩-২৬৪৬ নাম্বারের একটি অটোরিকসা (সিএনজি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা পাতার লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে সিএনজিটি উল্টে যায়। ফলে সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হন।
 
স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেদায়েতুল্লাহকে কর্তব্যরত ডাক্তার মৃত্য ঘোষণা করেন এবং আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান কর্তব্যরতচিকিৎসক ডা. তুম্পা। আহত-নিহত শ্রমিকরা পেইন্টের (রং) কাজ করার জন্য ফটিকছড়ি আসছিলেন বলে জানা গেছে।
 
উল্লেখ্য, সোমবার সকালে উপজেলার ভূজপুরে নসিমনের চাপায় ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়। 

আরও পড়ুন