ঢাকা মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৬:১০

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলাগুলো পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক। তিনি বলেন, এই দেশে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তখন যে কোনো ধরনের নাশকতা হোক না কেন, সব বিচার পর্যায়ক্রমে শেষ করা হবে। যারা দেশের বাইরে আছেন, তাদেরও ফিরিয়ে এনে বিচার করা হবে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবারে (বালিকা) অনুষ্ঠিত আয়োজন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারকার্য নিয়ে তিনি বলেন, হাইকোর্ট বিভাগে আপিল আছে। শিগগিরই শুরু হবে। আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি, খুব শিগগিরই এটার আপিল শুনানি শুরু হবে। তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ জন্য চেষ্টা চলছে। আর বিচারকার্যক্রমও চলবে। আমরা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিশুদের সঙ্গে সময় কাটাতে আমিসহ আশাকরি সবারই ভীষণ ভালো লাগে। এই শিশুদের জন্যই আমাদের যত কার্যক্রম। সোনার বাংলাদেশের শিশুরা সঠিক মানুষ হলেই বঙ্গবন্ধুর আত্মা তৃপ্তি পাবে। আমি আশা করি তোমাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ চাঁদে পা রাখবে। আমরা আইন ও বিচার বিভাগ সবসময় এই শিশুদের পাশে থাকব।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠে স্বাধীনতার ঘোষণা শোনার সৌভাগ্য হয়েছিল আমার। বঙ্গবন্ধুর পরে আর কারও (শিশুদের) কণ্ঠে যে এই ভাষণ এতো মধুর হতে পারে, তা আজ আবার বুঝতে পারলাম। এ সময় তিনি সরকারি শিশু পরিবারে একটি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু পরিবারের উপ- তত্ত্বাবধায়ক ঝর্ণা জাহিন। সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকা জেলার উপ-পরিচালক রকনুল হক। এসময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারসহ আইন ও বিচার বিভাগ এবং শিশু পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন । 

প্রীতি / প্রীতি

সরকারের একতরফা নির্বাচনের আয়োজন দেশকে ভয়াবহ সংঘাতে নিয়ে যাবেঃ মুফতি রেজাউল করীম

দেশের রাজনীতি থেকে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে : ওবায়দুল কাদের

রাজনীতিতে ভিসা ইস্যু

আবারও কর্মসূচি নিয়ে আজ থেকে মাঠে আওয়ামী লীগ

রাস্তায় যেহেতু নেমেছি, শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না

সরকার বিচারের মাধ্যমে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকার দুই স্থানে বিএনপির সমাবেশ আজ

বিএনপির বিকল্প তৃণমূল!

মিথ্যা আশ্বাসে নয়,আগামী নির্বাচনে স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় দিবে তরুণ প্রজন্ম: ইঞ্জি. আবদুস সবুর

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন আদম তমিজী হক

ফ্যাসিস্ট সরকার কিছুটা আয়ু বাড়াতে পারে, তবে যেতে হবে : আমীর খসরু

সরকার সবকিছুকে অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে : মির্জা ফখরুল