গলাচিপায় মুক্তিযোদ্ধা মার্কেটের উদ্বোধন
প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৫:২৭
পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযোদ্ধা মার্কেট উদ্বোধন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে গলাচিপা মুক্তিযোদ্ধা ভবনে ব্যবসায়ীদের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কর্তৃপক্ষের আয়োজনে মুক্তিযোদ্ধা মার্কেটের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এসএম শাহজাদা (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, কমপ্লেক্স ভবনের ব্যবস্থাপনা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কাদের বিশ্বাস, মাহবুব আলম দুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, যুবলীগ নেতা হুমায়ুন করিব হিমু এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।