গলাচিপায় মুক্তিযোদ্ধা মার্কেটের উদ্বোধন

news paper

মোস্তফা কামাল খান (গলাচিপা)

প্রকাশিত: ১৭-৮-২০২২ বিকাল ৫:২৭

35Views

পটুয়াখালীর গলাচিপায় মুক্তিযোদ্ধা মার্কেট উদ্বোধন এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে গলাচিপা মুক্তিযোদ্ধা ভবনে ব্যবসায়ীদের চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কর্তৃপক্ষের আয়োজনে মুক্তিযোদ্ধা মার্কেটের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এসএম শাহজাদা (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, কমপ্লেক্স ভবনের ব্যবস্থাপনা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কাদের বিশ্বাস, মাহবুব আলম দুদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত,  যুবলীগ নেতা হুমায়ুন করিব হিমু এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।  


আরও পড়ুন