পাঁচবিবিতে লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৫৩

35Views

জয়পুরহাটের পাঁচবিবিতে লকডাউনের তৃতীয় দিনেও কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। শনিবার (৩ জুলাই) বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেনের নেতৃত্বে দুজন ম্যাজিস্ট্রেট ‍এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আশিক রেজা, থানার অফিসার্স ইনচার্জ পলাশ চন্দ্র দেব, বিজিবি, পুলিশ, আনসার সদস্যদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা যায়।

বিকেলে যারা অপ্রয়োজনে বাড়ির বা‍ইরে এসেছে তাদের অনেককে অর্থদণ্ড করা হয়েছে। যারা করোনায় আক্রান্ত তাদের বাড়িতে গিয়ে খাবার দিয়ে এসেছেন এবং তাদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও ধরঞ্জি ইউনিয়নে একটি এতিমখানায় গিয়ে এতিম বাচ্চাদের খোঁজখবর নেন তিনি।


আরও পড়ুন