পাঁচবিবিতে আলুর বস্তায় ২৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ২
প্রকাশিত: ৩-৭-২০২১ বিকাল ৫:৫১
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ভূতগাড়ি মোড়ে একটি পিকআপ থেকে আলুর বস্তায় রাখা ২৪৫ বোতল ফেনসিডিলসহ শাকিল ও সুজন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
আটককৃতরা হলো- একই উপজেলার গোপালপুর সরকারপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিন সরকার মাস্টারের ছেলে শাকিল হোসেন (৪৫) ও বগুড়ার গাবতলী উপজেলার কুপি গ্রামের আব্দুল গনি প্রামাণিকের ছেলে সুজন প্রামাণিক (৩০)।
ফেনসিডিল ও পিকআপ জব্দসহ দুজনক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
এলাকাবাসী জানান, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছিল।