কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে তিন শতাধিক টগর ফুলের চারা রোপন

news paper

একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম

প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৪:২৬

2Views

গতকাল শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার দিকে Gatsby'র সহযোগিতায় ‘তরুণ হবে সচেতন বিশ্ব হবে সবুজায়ন’ এই স্লোগানে পরিবেশবাদী সামাজিক সংগঠন অরণ্যের উদ্যোগে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের অ্যাপ্রোচ সড়কের ডিভাইডার ও গোলচত্বরে তিন শতাধিক টগর ফুলের চারা রোপণের উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা মো. মনছুর আলী। 
 
এ সময় উপস্থিত ছিলেন- অরণ্যের সহ-সভাপতি মো. সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফারুক, কোষাধ্যক্ষ জামিউল ইসলাম, টাইম বাংলা নিউজ.কম-এর জেলা প্রতিনিধি মো. আব্দুল কাদের, ইউপি সদস্য আলমগীর কবীর, যুবনেতা নুর আলম প্রমুখ।
 
অরণ্যের সভাপতি মো. জুয়েল জানান, আগামীতে টগর ফুলের গাছের ফাঁকে ফাঁকে চেরি ফুলের চারা এবং প্লাটফরমের উভয় পার্শ্বে সোনা আলু গাছের চারা রোপণ করা হবে।
 
স্থানীয়রা অরণ্যের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনটির কাজের পরিধি উত্তরোত্তর প্রসারিত হোক- এ কামনা করেন।

আরও পড়ুন