গাজীপুর রোটারি ক্লাবের বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

news paper

আবিদ হোসেন বুলবুল, গাজীপুর

প্রকাশিত: ৮-৮-২০২২ বিকাল ৭:১৯

64Views

গাজীপুরে রোটারি ক্লাব অব গাজীপুরের উদ্যোগে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে গাজীপুর মহানগরীর রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী আজিম উদ্দিন কলেজে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়। 

 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব গাজীপুর এর সভাপতি রোটারিয়ান প্রকৌশলী মুহা: সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রোটারি ক্লাব অফ গাজীপুরের সাবেক সভাপতি  রোটারিয়ান বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। আরো উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ এর জেলা সচিব রোটারিয়ান মোস্তফা বারী রাজু, গাজীপুর মেট্রোপলিটন কলেজের পরিচালক রোটারিয়ান হাজী মুকছেদুল আলম, অধ্যক্ষ ও রোটারি ক্লাব অব গাজীপুরের নির্বাহী সচিব রোটারিয়ান মোঃ শরিফুল ইসলাম, কোষাধক্ষ রোটারিয়ান রফিকুল ইসলাম, রোটারিয়ান বিজয় কুমার সরকার, মোঃ আব্দুল বাসেদ, মো: জাকির হোসেন, তৌহিদুজ্জামান মোল্লা, আফরোজা ইয়াসমিন, রোটার‌্যাক্ট ক্লাব অব গাজীপুর বনরুপা'র সভাপতি মেহেদী হাসান ও কোষাধ্যক্ষ ইমন সাহা প্রমুখ। বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব গাজীপুরের সদস্যরাসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
রোটারি ক্লাব অব গাজীপুর এর সভাপতি প্রকৌশলী মুহা: সোহেল রানা জানান, আমাদের এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে। গাজীপুর রোটারি ক্লাব সব সময় গরিব, অসহায় ও দুস্থদের সার্বিক সহযোগিতা করে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত থাকে। আগামী এক বছর আমরা গাজীপুরের বিভিন্ন স্থানে স্থায়ী ও দীর্ঘমেয়াদী আরো অনেকগুলো সামাজিক উন্নয়নমূলক কাজ করবো।

আরও পড়ুন