কোনাবাড়ীতে ইয়াবাসহ আটক ৭
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৪:৫৮
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বিভিন্ন এলাকা থেকে ইয়াবসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটকৃতরা হলো- টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়ীবাড়ী গ্রামের সূর্য্য চন্দ্র দাসের ছেলে আনন্দ চন্দ্র দাস ওরফে সেলিম (৩৫), শরীয়তপুরের নড়িয়া থানার কেদারপুর গ্রামের সিরাজ আহম্মেদের ছেলে আশিকুজ্জামান আশিক (৩৭), জামালপুরের বকশীগঞ্জ থানার টেংরামারী গ্রামের মৃত সামসুল হকের ছেলে আব্দুল ওরফে আব্দুল্লাহ (৪৭), একই জেলার রাজিব (২৭), কোনাবাড়ীর আমবাগ এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪১), শরীয়তপুরের জাজিরা থানার মৃত খবির হাওলাদারের ছেলে ইসকেন্দার মিয়া (৩৪) এবং বরিশালের বাবুগঞ্জ থানার মাজেদ হোসেনের ছেলে রাসেল হোসেন (৩২)।
জিএমপির কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম খান জানান, আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।