বকশীগঞ্জে কন্যাকে ধর্ষণ, পতিতালয় থেকে পিতা গ্রেফতার

news paper

মো. রুবেল মিয়া, বকশীগঞ্জ

প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ৩:৫

109Views

জামালপুরের বকশীগঞ্জে পিতা কর্তৃক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক পিতা রানা মৃধাকে জামালপুর পতিতালয় থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর উকিলপাড়া শরীফ উদ্দিন মৃধার ছেলে রানা মৃধা (৩৫) ঝগড়া করে স্ত্রী মুক্তা বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। স্ত্রী বাড়িতে না থাকায় গত ৩ আগস্ট রাতে রানা মৃধা তার ঔরসজাত ১৩ বছর বয়সী শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ধর্ষক পিতা রানা মৃধা বাড়ি থেকে পালিয়ে জামালপুর পতিতালয়ে আশ্রয় নেয়।

এ ব্যাপারে ধর্ষিতা শিশুর মা মুক্তা বেগম বাদী হয়ে শনিবার (৬ আগস্ট) বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই বকশীগঞ্জ থানা পুলিশ ধর্ষক পিতা রানা মৃধাকে জামালপুর পতিতালয় থেকে গ্রেফতার করে।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, রানা মৃধার স্বীকারোক্তিতে প্রাথমিকভাবে ঘটনার সততা পাওয়া গেছে। শিশুটিকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুরে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন