হাজারীবাগে পিকআপচাপায় নিরাপত্তাকর্মী নিহত

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ২:১১

28Views

রাজধানীর হাজারীবাগের বাড়ইখালি এলাকায় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম মো. আব্দুল খালেক (৬০)। শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তিনি হাজারীবাগের বাড়ইখালি এলাকার জাহাঙ্গীর মিয়ার প্রজেক্টে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, আমরা খবর পেয়ে বাড়ইখালি জাহাঙ্গীর মিয়ার প্রজেক্ট এলাকা থেকে ভোররাত সাড়ে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পিকআপ ভ্যানের চাপায় আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। আশেপাশের লোকজনের কাছে জানতে পারি, নিহত ব্যক্তি ওই এলাকার জাহাঙ্গীর মিয়ার প্রজেক্টে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।


আরও পড়ুন