গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

news paper

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১১:৫৫

47Views

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালিয়া গাইবান্ধা মোড়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহ পরান নামে একটি যাত্রীবাহী বাস বোয়ালিয়া মোড়ে এসে ভ্যানে থাকা তিনজন প্যাসেঞ্জারের ওপরে তুলে দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুজন নিহত হন।
 
এ সময় ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসটির নিচে ভ্যান আটকে গেলে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর গাড়িটি নিয়ে যাওয়া সম্ভব না হলে গাড়িটি রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরে ঘটনা বেগতিক দেখে যাত্রীরা গাড়ি থেকে নেমে যান।
 
আহত দুজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ার তাদের রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।
 
নিহত ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) বোয়ালিয়ার গ্রামের শিববাড়ীপাড়ার আলহাজ বাতেন মণ্ডলের ছেলে। অন্যজন হলেন নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)। আহত দুজন হলেন- ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল (৩৫) এবং মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল।
 
দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ হোসেন।

আরও পড়ুন