খুলনা নগরীতে পিটিয়ে আহত যুুবকের মৃত্যু

news paper

এস এম জাহাঙ্গীর আলম, খুলনা

প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১১:৫৩

41Views

পূর্বশত্রুতার জের ধরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় লিওন শেখ নামে (১৮) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনার তিন দিন পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১২ জনের নামোল্লেখ করে সংশ্লিষ্ট থানায় মামাল হয়েছে।

পুলিশের সূত্র জানায়, মহানগরীর খানজাহান আলী থানাধীন মীরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোডস্থ এলাকার বাসিন্দা মৃত আব্দুস সোবহান শেখের ছেলে লিওন শেখ গত ২ আগস্ট দুপুর আড়াইটার দিকে দৌলতপুর থানাধীন সেনপাড়া আনসার সোলার মিল রোডস্থ বৌবাজার কালভার্ট সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তারা দা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঠা দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা ৩০) লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ছিল। 

এদিকে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ১২ জনের নামে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- দৌলতপুর থানাধীন সেনপাড়া আনসার সোলার মিল রোডস্থ এলাকার বাসিন্দা রাশেদের ছেলে সালাউদ্দিন, সেলিম পাটোয়ারির ছেলে আলাউদ্দিন পাটোয়ারি, শহিদের ছেলে মানিক, শহিদুলের ছেলে মামুন, আব্দুল মান্নানের ছেলে লিটন, আক্কাসের ছেলে সাব্বির, আফজালের ছেলে শাহিন, মতির ছেলে পঙ্কজ, আকবারের ছেলে আকাশ, বাবুলের ছেলে স্বাধীন, ইসহাকের ছেলে লিমন ও মোস্তফার ছেলে রনি। 

মামলার তদন্ত কর্মকর্তা লুৎফুল হায়দার বলেন, পূর্বশত্রু“তার জের ধরে লিওন শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


আরও পড়ুন