আশুগঞ্জে ভারতীয় ২০ লাখ টাকার শাড়িসহ আটক ২
প্রকাশিত: ৬-৮-২০২২ দুপুর ১১:৪৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যান ভর্তি প্রায় ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়েছে। এ সময় ওই কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকেও আটক করা হয়। শুক্রবার বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এসব শাড়ি উদ্ধার করে। আটককৃত কাভার্ডভ্যানের চালক গাজীপুরের টঙ্গীর লোকমান হোসেনের ছেলে মাহবুব হোসেন (২৮) ও হেলপার একই এলাকার মৃত আব্বাস তালুকদারের ছেলে আল-আমিন (২০)।
জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামিয়ে তল্লাশি চালিয়ে এসব শাড়ি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার এসআই মুফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় তল্লাশি চৌকি স্থাপন করে ভারতীয় ১১টি মডেলের ৯০২টি শাড়িসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃত মালামাল ও ব্যক্তির বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, উদ্ধারকৃত শাড়ির মূল্য প্রায় ২০ লাখ টাকা।