পটিয়ায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

news paper

মোরশেদ আলম, পটিয়া

প্রকাশিত: ৩০-৬-২০২১ রাত ১০:৩

27Views

চট্টগ্রামের দক্ষিণ পটিয়া বন বিভাগ উপজেলার হাইদগাঁও ইউনিয়নের লোকালয় থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে। গতকাল বুধবার (৩০ জুন) বিকেল ৫টায় হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছত্তার মার্কেট এলাকা থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তাগণ। 

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টায় দিকে হাইদগাঁও ইউপি’র ৩নং ওয়াড ছত্তার মাকের্ট এলাকার পন্ডিত বাড়ির রফিকের গরুর খামারে একটি অজগর দেখতে পায়। ১২ ফুট লম্বা অজগরটি দেখতে দেখতে পেয়ে স্থানীয়রা চারদিকে ছোটাছুটি করতে থাকে এবং ভয় ‍আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা বন বিভাগে খবর দিলে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমানের নির্দেশে শ্রীমাই বন বিটের কর্মকর্তা ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অগজরটি উদ্ধার করে। এ সময় তার সাথে ছিলেন- রেঞ্জ অফিসের মো. হালিম, হেডম্যান মহিউদ্দিন, জেবল মুল্লুক।

এ বিষয়ে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি ঢলে সাপটি লোকালয়ে নেমে আসে। সাপটি উদ্ধার করে হাইদগাঁও পাহাড়ের গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।


আরও পড়ুন