মানিকগঞ্জে নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

news paper

হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ

প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৩:৪৭

34Views

মানিকগঞ্জের ঘিওরে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সোয়া ৯টার দিকে উপজেলার শোলধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলো- উপজেলার শোলধারা এলাকার মো. কাদের হোসেনের স্ত্রী মোসা. মর্জিনা (৪৭) এবং শিবালয় উপজেলার মহাদেবপুর (চকপাড়া) এলাকার মৃত ঈমান আলীর ছেলে আ. কুদ্দুস (৫২)।
 
শুক্রবার (২৪ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাকিম মোল্লার নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল ঘিওর উপজেলার শোলধারা এলাকার মো. কাদের হোসেনের বাড়ি থেকে  আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে ঘিওর থানায় মামলা প্রক্রিয়াধীন।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও জানান তিনি।

আরও পড়ুন