পদ্মা সেতু জীবনযাত্রার মান উন্নত করবে : যুক্তরাষ্ট্র

news paper

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ২:৪০

41Views

পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  শুক্রবার (২৪ জুন) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

এতে আরো উল্লেখ করা হয়, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, জনগণ এবং পণ্যকে দক্ষতার সঙ্গে সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন কাঠামো তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন এবং গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে। এটি বাণিজ্য বৃদ্ধি করবে ও জীবনযাত্রার মান উন্নত করবে। এটি দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ।

উল্লেখ্য, আগামীকাল শনিবার ( ২৫ জুন) বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন