আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৩৭
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠার্বািকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি মাস্টা সোলাইমান, সহ সভাপতি সেলিম চৌধরী, যুগ্ন সাধারন সম্মপাদক তাজুল ইসলা চৌধরী, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার, কৃষক লীগের সভাপতি আবদুল ওহাব, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল আজিজ কমানডার, দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ,বিপুলাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, খিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া , বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মৈশাতুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ঝলম দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মন্টু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন , ঝলম উত্তর ইউনিয়ন বড় কেশতলা উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মীর মোশারফ হোসেন বাবুল, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ তোফাজলহোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।