ধামইরহাটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news paper

এম এ মালেক (ধামইরহাট)

প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৮

63Views

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসে সমবেত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ও সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যন ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কামরুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।


আরও পড়ুন