দুর্গাপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news paper

আল নোমান শান্ত, দুর্গাপুর

প্রকাশিত: ২৩-৬-২০২২ বিকাল ৫:৬

159Views

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আ‘লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে  আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 

এ উপলক্ষে উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যিনর্বাহী সদস্য রেমন্ড আরেং।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহ-সভাপতি স্বপন সান্যাল, মো. এমদাদুল হক খান, অ্যাড. মজিবুর রহমান, শ. ম জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিভাস সরকার, সাবেক মেয়র ও পৌর আ‘লীগের সভাপতি আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, যুবলীগ সভাপতি আব্দুল হানানসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


আরও পড়ুন