পাঁচবিবিতে আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news paper

পাঁচবিবি, প্রতিনিধি

প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৩:৪৫

39Views

জয়পুরহাটে পাঁচবিবি উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে পাঁচবিবির বারোয়ারী মন্দির চত্বরে সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাড. সামছুল আলম দুদু।
 
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মণ্ডল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মহির উদ্দিন মণ্ডল, সম্পাদক জিহাদ মণ্ডল, পৌর আ’লীগের সভাপতি এস কে আব্দুল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল আলম চৌধুরী পিন্টু, উপজেলা মহিলা আ’লীগের সম্পাদিকা আঞ্জুয়ারা আঞ্জু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফ রব্বানী ইস্তি বক্তব্য দেন।
 
আলোচনা সভার পূর্বে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন দলীয় নেতাকর্মীরা। এছাড়া একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন