বন্যায় তলিয়ে গেছে গাইবান্ধার ১৭০১ হেক্টর জমির ফসল

news paper

সাইফুল মিলন, গাইবান্ধা

প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ৩:৪৫

35Views

গাইবান্ধায় বন্যাকবলিত ৪ উপজেলার ১ হাজার ৭০১ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। এরমধ্যে আউশ ধান, পাট, শাক-সবজি, আমন বীজতলা, চীনা বাদাম, তিল, মরিচসহ বিভিন্ন ফসল রয়েছে।

জেলায় ঘাঘট ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও সবগুলো নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে বন্যাকবলিত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা উপজেলার নদীবেষ্টিত চর, নিম্নাঞ্চল, আঞ্চলিক সড়কসহ নদীতীরের বসতবাড়ির পানি নেমে যেতে শুরু করছে। এতে বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে দুর্ভোগে পড়েছে পানিবন্দি জেলার প্রায় ৬০ হাজার মানুষ। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ঘাঘট নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এবার বিপদসীমার উপরে না উঠলেও কমতে শুরু করেছে তিস্তা, যমুনা ও করতোয়া নদীর পানি। ফলে বন্যাকবলিত এলাকার মানুষগুলো নিজেদের থাকার জায়গা ও গবাদিপশু নিয়ে পড়েছেন চরম বিপাকে।

নদ-নদীর পানি কমে গেলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তীত রয়েছে। জেলার বন্যাকবলিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গাইবান্ধা সদরসহ চার উপজেলার ১১১টি প্রাথমিক বিদ্যালয় বানের পানিতে ডুবে যাওয়ায় পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে। এসব এলাকার ২৩টি ইউনিয়নে ৯৬টি গ্রাম বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধির ফলে প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নিমজ্জিত হয়েছে ১ হাজার ৭০১ হেক্টর জমির ফসল।

জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, বন্যাকবলিত ৪ উপজেলার ১ হাজার ৭০১ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এরমধ্যে আউশ ধান, পাট, শাক-সবজি, আমন বীজতলা, চীনা বাদাম, তিল, মরিচসহ বিভিন্ন ফসল রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখরো নিরূপণ করা যায়নি।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলাল উদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। বন্যার পানি দ্রুত নেমে গেলে ক্ষতি কম হবে জানিয়ে তিনি বলেন, ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী প্রণোদণাসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে।


আরও পড়ুন