৮৫ বছর বয়সেও জয়গন বেগমের ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

news paper

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ২:৪৬

21Views

চারদিকে থৈ থৈ যমুনার পানি। নৌকা ছাড়া হেঁটে কোথাও যাওয়ার সুযোগ নেই। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি। পরিবারের লোকজনদের মাধ্যমে উঠবস করতে হচ্ছে তার। বসতবাড়িতে বন্যার পানি প্রবেশ করায় উঁচু স্থানে আশ্রয় নেয়ার জন্য দৌড়ঝাঁপ বানভাসিদের। অভাব-অনটনে চরম অসহায় অবস্থায় পেটে পাথর বেঁধেই খোলা আকাশের নিচে শুয়ে আছেন। তার বয়স ৮৫ হলেও বৃদ্ধ হতে পারেননি, তাই মেলেনি বয়স্ক ভাতা বা সরকারিভাবে আশ্রয়ণ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘর। 

সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনা চরাঞ্চলের খানুরবাড়ী গ্রামের মৃত হাছেন আলীর স্ত্রী জয়গন বেগম এসব কথা জানান। বানভাসিদের সংবাদ সংগ্রহে গেলে এমন চিত্র দেখা যায়।

জয়গন বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, কোনাবাড়ী চরাঞ্চলে বন্যার পানি তার বাড়িতে প্রবেশ করেছে। তার সন্তানরা ঘরসহ বিভিন্ন আসবাবপত্র সরানোর কাজে ব্যস্ত। কিন্তু জয়গন বৃদ্ধা হওয়ায় তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। তাই তিনি চৌকির ওপর অসহায়ের মতো শুয়ে আছেন। কপালে নানা দুশ্চিন্তায় ভাঁজ পড়েছে। ঠিকমতো কথাও বলতে না পারায় নীরবে চোখের পানি ফেলছেন। 

স্থানীয় জোয়াদ্দার হোসেন জোয়াদ জানান, জয়গন বেগমের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার স্বামী প্রায় ২৬ বছর আগে মারা যান। ছেলেই তাকে দেখাশোনা করছে আসছে। শেষ বয়সে এসেও তিনি এখন পর্যন্ত বয়স্ক ভাতাসহ কোনো ধরনের কার্ড পাননি। শুধু তাই নয়, তার নিজস্ব বসতবাড়ি নেই। স্থানীয় মেম্বার ও ইউপি চেয়ারম্যানের কাছ থেকেও পাননি কোনো ধরনের সাহায্য-সহযোগিতা। 

এ ব্যাপারে উপজেলার গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার জানান, বৃদ্ধ বয়সেও তিনি কেন বয়স্ক বা বিধবা ভাতা পাননি, সেটা মেম্বারদের কাছ থেকে জেনে দ্রুত বয়স্ক ভাতা কার্ডের ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ জানান, বয়স্ক ভাতার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তালিকা করেন। তবে ওই বৃদ্ধার বিষয়ে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমাকে তার তথ্য দিয়ে সহযোগিতা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।


আরও পড়ুন