ফরিদপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১:২৩
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার সাতৈর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান, সম্পাদক মো. ফারুক হোসেন, ঘোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডকে পুঁজি করে একটি পক্ষ নীরিহ মানুষদের হয়রানি করছে। কেউ তাদের অনুগত না হলে তাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। মানববন্ধনকারীরা প্রকৃত হত্যাকারী ও সাধারণ মানুষদের বাড়িঘরে হামলা ও লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত ০৩ মে বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ীতে ঈদুল ফিতরের নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আকিদুল মোল্লা ও খায়রুল শেখ নিহত হন।