পত্নীতলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news paper

পত্নীতলা সংবাদদাতা

প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১১:৪৫

42Views

সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩) জুন সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল- কেক কাটা, বিশেষ আলোচনা সভা এবং দোয়া।
 
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জিন্নাহ্ ঝর্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী (বাবু), উপজেলা ছাত্রলীগের সভাপতি বিলাশ ও সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে বুধবার (২২) জুন সন্ধ্যা নাগাদ শহরে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের নেতৃত্বে প্রস্তুতিমূলক র‍্যালি, শোডাউন ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন নেতাকর্মীরা।

আরও পড়ুন