কালিয়ায় ২৭ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

news paper

জিহাদুল ইসলাম, কালিয়া

প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:২৯

43Views

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নড়াইলের কালিয়ার সেই স্কুলছাত্র মো. আলিফ মোল্যার (১৪) লাশ নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি। নিখোঁজ হওয়ার এক দিন পর শনিবার (১৪ মে) বিকেল ৩টার দিকে ঘটনাস্থলের আনুমানিক ২০০ গজ দূর থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে নবগঙ্গা নদীতে উপজেলার বড়দিয়া ফেরিঘাটে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়। স্বজনদের পাশাপাশি খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলও তল্লাশিতে অংশ নেয়। 

তবে নিহত আলিফের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিহত আলিফের  স্বজনরা অভিযোগ করে বলেন,  যদি আলিফ গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তাহলে তার প্যান্টের পকেট থেকে কী করে মোবাইল পাওয়া গেল?

অনুসন্ধানে জানা যায়, নিহত আলিফের মৃতদেহ উদ্ধারের সময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে তার ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

মোবাইল উদ্ধারের কথা বড়দিয়া নৌ পুলিশের কনস্টেবল মনির হোসেন স্বীকার করলেও বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির  ইনচার্জ এসআই লোকমান হোসেন মোবাইল ফোন উদ্ধারের কথা স্বীকার করেননি।

কালিয়ার ইউএনও মো. আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 


আরও পড়ুন