চাটখিলে ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

news paper

ইসমাইল হোসেন সজীব, চাটখিল

প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:২৬

47Views

‘চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিক নূর আলমের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ স্লোগানে মানববন্ধন করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং পরকোট ইউনিয়নের ভুক্তভোগী জনগণ। শনিবার (১৪ মে) চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারের প্রধান সড়কে বিকেল ৫টার দিকে এ মানববন্ধন করেন তারা।

ভুক্তভোগীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ চাঁদাবাজ, মাদকাসক্ত, সন্ত্রাসী, দুষ্কৃতকারীদের হোতা জনৈক ভুয়া সাংবাদিক পরিচয় দানকারী অশিক্ষিত নূর আলম মিডিয়া তালিকায় নেই এমন একটি অখ্যাত নয়া বঙ্গবাজার নাম বলে চাটখিলের শান্তিপ্রিয় শ্রমজীবী ও পেশাজীবী মানুষ, শিক্ষক, সাংবাদিক, সৎ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদ, সমাজসেবক এবং নিরীহ মানুষকে তথ্যহীন ও ভিত্তিহীন মিথ্যা সংবাদ উপস্থাপন করে সন্মান ও চরিত্র হনন করেন। এছাড়াও চাঁদা দাবি এবং সংবাদ প্রকাশের হুমকি দিয়ে টাকা দাবি করেন, যার অডিও রেকর্ড বিদ্যমান। এলাকার মাদকাসক্ত ব্যক্তিদের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকটি মিথ্যা সংবাদ উপস্থাপন করেন এবং টাকার বিনিময়ে যে কোনো সংবাদ ঘোরানো তার একটা স্বভাব। এ নিয়ে থানায় মামলাও হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

এর বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছেন চাটখিল উপজেলার সর্বস্তরের জনগণ।


আরও পড়ুন