সিংগাইরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

news paper

মিজানুর রহমান, সিংগাইর

প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:২৩

26Views

মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে এক ব্যবসায়ীকে নগদ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ মে) বিকেল ৪টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা বাজারের ব্যবসায়ী মেসার্স আলতাফ স্টোরের মালিক আলতাফ হোসেনকে এ জরিমানা হরা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । তিনি বলেন, বোতলজাত হতে সয়াবিন তেল ঢেলে খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগে তাকে এ জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, জরিমানার পর সাধারণ দরিদ্র ভোক্তা সাধারণের মাঝে ন্যায্যদামে গুদামের তেল বিক্রি করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এদিকে, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এহেন কর্মকাণ্ডে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তাগণ।

স্থানীয় যুবলীগ নেতা বিশিষ্ট সমাজকর্মী মহিদুর রহমান বলেন, ভোক্তা অধিকারের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। এমন অভিযান সারাদেশে অব্যাহত থাকলে সাধারণ ভোক্তগণ বেশ সুবিধা পাবেন এবং অসদুদ্দেশ্যে গুদামজাতকারী ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে এমন অপরাধ হতে বিরত থাকবে।


আরও পড়ুন