টাঙ্গাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত

news paper

রাশেদ খান মেনন, টাঙ্গাইল

প্রকাশিত: ১৫-৫-২০২২ দুপুর ১২:১৫

5Views

টাঙ্গাইলে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় মতবিনিময় ও পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন টাঙ্গাইলের আয়োজনে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে)’ নিয়ে অংশীজনের সাথে মতবিনিময় ও পরামর্শক কর্মশালা রোববার (১৫ মে) অনুষ্ঠিত হয়। 
 
টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ড. মো. শাহদাৎ হোসেন মাহমুদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর, উপস্থিত ছিলেন। 
 
এছাড়াও এ কর্মশালায় অংশগ্রহণ করেন- সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ জনপ্রতিনিধিগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণসহ অন্যান্য সুধীজন।

আরও পড়ুন