ফরিদপুরে প্রায় ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা ও ভোক্তাদের মাঝে বিক্রি

news paper

এহসান রানা, ফরিদপুর

প্রকাশিত: ১৪-৫-২০২২ রাত ৮:৪৪

40Views

ফরিদপুরে একটি গোডাউন থেকে ৪ হাজার ৮০০ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তার অধিকার ও বাজার মনিটরিং এর একটি টিম। এ সময় তেল মুজদকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মজুদ করা বোতলজাত সয়াবিন তেল ভোক্তাদের মাঝে বিক্রির নিদের্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মে) বিকেলে শহরের শোভারামপুর এলাকার একটি গোডাউন থেকে তেল জব্দ করা হয়।  

অধিক লাভের আশায় হাজী শরিয়াতুল্লাহ বাজারের সুবল স্টোরের মালিক কানাই লাল পোদ্দার পূর্বের দামের সয়াবিনের বোতলজাত তেল সমূহ মজুদ করে রাখে। বসুন্ধারা ও তীর কোম্পানীর এক থেকে আট লিটার পরিমানের বোতলজাত সয়াবিন তেল মজুদ করে রাখেন এই ব্যবসায়ী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঠালি বলেন, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে শোভারামপুর একটি গোডাউনে তল্লাশি করে। এসময় সেখানে প্রায় সাড়ে ৪ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেলের সন্ধান পান। বৈ আইনী উপায়ে তেল মজুদ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। পূর্বে মুল্য অনুযায়ী জব্দকৃত তেল গোডানের সামনে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনার সময় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল শেখ, বাজার কর্মকর্তা শাহদাত হোসেন ও স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন