হাটহাজারীতে চেরাইকৃত কাঠ জব্দ

news paper

সুমন পল­ব, হাটহাজারী

প্রকাশিত: ১৪-৫-২০২২ দুপুর ৩:২৭

37Views

চট্টগ্রামের হাটহাজারীতে র‌্যাব-৭-এর সহযোগিতায় কাভার্ডভ্যান (চট্টমেট্রো-ড-১১-২৫০৩) বোঝাই ৫৫.৪৮ ঘনফুট চেরাইকৃত গর্জন ও লালি কাঠসহ সাইদুর রহমান (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় বন বিভাগ। আটককৃত ব্যক্তি ফটিকছড়ি উপজেলায় ভুজপুর থানার হলদিয়া ইউনিয়নের বাগানবাজার এলাকার মিজানুর রহমানর ছেলে।

শুক্রবার (১৩ মে) রাতে হাটহাজারী-নাজিরহাট সড়কের পৌর সদরের আব্বাসিয়া পুল (মাটিয়া মসজিদ) র‌্যাব-৭, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ কাঠগুলো জব্দ করা হয়. যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা।

রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, র‌্যাব-৭, সিপিসি-২, হাটহাজারী ক্যাম্পের সহযোগিতায় চেরাইকৃত কাঠসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতকে আাদালতে প্রেরন করা হবে এবং গাড়িসহ জব্দকৃত কাঠ বিট কাম চেক স্টেশন হাটহাজারীতে হেফাজতে রাখা হয়েছে।

 


আরও পড়ুন